Dhaka to Poradah Train Schedule 2024 And Ticket Price | ঢাকা থেকে পোড়াদহ ট্রেনের সময়সূচী

Dhaka to Poradah Train Schedule | ঢাকা থেকে পোড়াদহ ট্রেনের সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে মোট ৫ টি ট্রেন ছেড়ে যায় পোড়াদহের উদ্দেশ্যে।

ঢাকা টু পোড়াদহ ট্রেনের দূরত্ব ৩৯৮ কিলোমিটার lDhaka to Poradah Train Schedule এর ইন্টারসিটি ট্রেন দিয়ে পোড়াদহ পৌঁছতে বেনাপোল এক্সপ্রেসে সর্বমোট সময় লাগে ৫ ঘন্টা ৪৪ মিনিট। সুন্দরবন এক্সপ্রেসে সময় লাগে ৪ ঘন্টা। এবং চিত্রা এক্সপ্রেসে সময় লাগে ৫ ঘন্টা ৪৬ মিনিট।

Dhaka to Poradah Train Schedule | ঢাকা থেকে পোড়াদহ ট্রেনের সময়সূচী :

Train schedule Dhaka to Poradah আপনি চাইলে টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটতে পারেন অথবা আপনি অনলাইন এ টিকেট কাটতে পারেন। অনলাইনে টিকেট কাটলে আপনাকে ২০ টাকা এক্সট্রা চার্জ বহন করতে হবে। Dhaka to Poradah Train Schedule নিম্নে দেয়া হলো। ইংরেজিতে দেখতে চাইলে নিচের টেবিল ফলো করুন।

Dhaka to Poradah Train Schedule English :

A total of 4 intercity and 1 Mail trains run on this road. 

  • Benapole Express (796) departs from Dhaka at 11.45 pm and arrives in Poradah at 3.45 AM. Benapole Express off Day Wednesday.
  • Sundarban Express (726) departing from Dhaka at 8:15 am and arriving in Poradah at 12:15 pm. Sundarban Express off day on Wednesday.
  • Chitra Express (764) departure from Dhaka at 7:30 pm and arrival in Poradah at 1:16 am the next day. Chitra Express off day Sunday.
  • Nakshikatha Express (26) departing from Dhaka at 11.40 am and arriving in Poradah at 5.32 pm.
  • Madhumati Express (755) departing from Dhaka at 3.00 pm and arriving in Poradah at 7.55 pm. Madhumati Express off day Thursday.
Train NameOff DayDepartureArrival
Benapole Express(796)Wed 11.45 pm3.45 AM
Sundarban Express (726)Wed 8:15 am12:15 pm
Chitra Express (764)Sun7:30 pm1:16 am
Nakshikatha Ex (26)No11.40 am5.32 pm
Madhumati Ex. (755)Thurs3.00 pm7.55 pm

ঢাকা থেকে পোড়াদহ ট্রেনের সময়সূচী :

এই রুটে ৪ টি আন্তঃ নগর এবং ১ টি মেইল ট্রেন চলাচল করে।

  • বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ঢাকা থেকে রাত ১১.৪৫ মিনিটে ছেড়ে যায় এবং পোড়াদহ পৌঁছায় ভোর ৩.৪৫ মিনিটে। বেনাপোল এক্সপ্রেস বন্ধের দিন বুধবার।
  • সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) ঢাকা থেকে সকাল ৮.১৫ মিনিটে  ছেড়ে যায় এবং পোড়াদহ ১২.১৫ মিনিটে পৌঁছায়। বুধবার সুন্দরবন এক্সপ্রেস বন্ধের দিন।
  • চিত্রা এক্সপ্রেস (৭৬৪) ঢাকা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ছেড়ে যায় এবং রাত ১.১৬ মিনিটে পোড়াদহ পৌঁছায়। রবিবার চিত্রা এক্সপ্রেস বন্ধের দিন।
  • নকশিকাঠা এক্সপ্রেস (২৬) ঢাকা থেকে সকাল ১১.৪০ মিনিটে ছেড়ে যায় এবং পোড়াদহ পৌঁছাবে বিকাল ৫.৩২ মিনিটে।
  • মধুমতি এক্সপ্রেস (৭৫৫) ঢাকা থেকে বিকাল ৩.০০ টায় ছেড়ে যায় এবং পোড়াদহ রাত ৭.৫৫ মিনিটে  টায় পৌঁছায়। মধুমতি এক্সপ্রেস বন্ধের দিন বৃহস্পতিবার।

ঢাকা থেকে পোড়াদহ সময়সূচী বাংলায় দেখতে নিচের টেবিল অনুসরণ করুন।

ট্রেনের নামবন্ধের দিনছাড়বেপৌঁছবে
বেনাপোল এক্সপ্রেস (৭৯৬)বুধবাররাত ১১.৪৫ভোর ৩.৪৫
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)বুধবারসকাল ৮.১৫দুপুর ১২.১৫
চিত্র এক্সপ্রেস (৭৬৪)রবিবারসন্ধ্যা ৭.৩০রাত ১.১৬
নকশিকাঁথা এক্স (২৬)নাই সকাল ১১.৪০বিকাল ৫.৩২
মধুমতি এক্স. (৭৫৫)বৃহঃবারদুপুর ৩.০০সন্ধ্যা ৭.৫৫

Dhaka to Poradah Train Ticket Price | ঢাকা টু পোড়াদহ ট্রেনের ভাড়া :

Dhaka to Poradah train ticket price ( ঢাকা টু পোড়াদহ ট্রেনের ভাড়া ) নির্ভর করে আপনি কোন কম্পার্টমেন্ট এবং কেমন সিটে যাত্রা করবেন। এসি থেকে সুভন সব ধরণের টিকেটের মূল্য দেয়া হলো।

আসনের ধরণ/ Seat NamePrice / মূল্য
AC_B/এসি_বি1242 Taka / ১২৪২ টাকা
AC_S/ এসি_এস817 Taka/ ৮১৭ টাকা
Snigdha685 Taka / ৬৮৫ টাকা
F_Berth / এফ বার্থ720 Taka / ৭২০ টাকা
Suvon Chair360 Taka / ৩৬০ টাকা
Suvon300 Taka / ৩০০ টাকা

Dhaka to Poradah Train Name | Dhaka to Poradah Train List:

ঢাকা থেকে পোড়াদহ ৩ টি আন্তনগর ট্রেন ছেড়ে যায়। ঢাকা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী এবং ট্রেনের নাম নিম্নে দেয়া হলো।

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(796) :

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(796) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দ্রুতগতির একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি লাল-সবুজ রঙের ইন্দোনেশীয় এয়ার ব্রেকের। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি উদ্বোধন করা হয় ২০১৯ সালের ১৭ই জুলাই। এবং পরের দিন থেকেই বাংলাদেশ রেলওয়ে সেবায় যুক্ত করা হয়।

ট্রেনটি যাত্রাপথে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ , পাবনা, চুয়াডাঙা ,ঝিনাইদহ , কুষ্টিয়া এবং যশোর এই ৯টি জেলাকে সংযুক্ত করেছে। ট্রেনটির সর্বমোট আসন সংখ্যা ৮৭১ টি। Dhaka to Poradah train schedule এর বেনাপোল এক্সপ্রেসে ঢাকা টু পোড়াদহ সময় লাগে ৫ ঘন্টা ৪৪ মিনিট।

এই ট্রেনে কম্পার্টমেন্ট আছে ১৪ টি যার মাঝে ১টি খাবার কপার্টমেন্ট। বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(796) ঢাকা ছেড়ে যায় রাত ১১.৪৫ মিনিটে এবং পোড়াদহ পৌঁছে ভোর ৩.৪৫ মিনিটে আর বেনাপোল এক্সপ্রেসে সাপ্তাহিক বন্ধ বুধবার।

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express (796) ঢাকা টু বেনাপোল রুটে পোড়াদহ পর্যন্ত সর্বমোট ৩ টি স্টেশনে যাত্রা বিরতি করে। একজন শীতাতপ শ্রেণীর যাত্রী সর্বমোট ৫৬ কেজি, প্রথম শ্রেণীর যাত্রী সর্বমোট ৩৭.৫ কেজি, শোভন শ্রেণীর যাত্রী সর্বমোট ২৮ কেজি এবং সুলভ ২য় শ্রেণীর যাত্রী সর্বমোট ২৩ কেজি মালামাল বিনা ভাড়ায় সঙ্গে নিয়ে যাতায়ত করতে পারবেন।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস:

ঢাকা থেকে পোড়াদহ আসন সংখ্যা ৮৭১  টি এবং বেনাপোল থেকে ঢাকা আসন সংখ্যা ৮৯৫ টি। এই ট্রেনের কম্পার্টমেন্ট গুলি হচ্ছে  শোভন চেয়ার ৭টি, এসি চেয়ার ১টি, এসি কেবিন ১টি, পাওয়ার কার ১টি, গার্ড ব্রেক ২ টি।

সুন্দরবন এক্সপ্রেস – Sundarban Express (726):

সুন্দরবন এক্সপ্রেস – Sundarban Express (726) ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করে। এটি ১৭ আগস্ট ২০০৩ থেকে ঢাকা টু খুলনা রোডে যাত্রা যাত্রা শুরু করেছে। এটি একটি আধুনিক এবং আরামদায়ক ভ্রমণের জন্য ভালো ট্রেন। এটি বাংলাদেশের দ্রুতগামী ট্রেনের মাঝে একটি। বর্তমানে এই ট্রেনে ঢাকা থেকে পোড়াদহ যাত্রায় সবচেয়ে কম সময় লাগে। Dhaka to Poradah train schedule এর সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু পোড়াদহ সময় ৪ ঘন্টা।

এই ট্রেনে কম্পার্টমেন্ট আছে ১৪ টি যার মাঝে ফুল শীতাতপ কম্পার্টমেন্ট হচ্ছে ৮টি এবং ২টি খাবার কপার্টমেন্ট। সুন্দরবন এক্সপ্রেস – Sundarban Express (726) ঢাকা ছেড়ে যায় সকাল ৮.১৫ মিনিটে এবং পোড়াদহ পৌঁছে দুপুর ১২.১৫ মিনিটে আর ট্রেনের গন্তব্যএবং খুলনা পৌঁছে বিকাল ৩.৫০ মিনিটে আর বুধবার এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন।

সুন্দরবন এক্সপ্রেস – Sundarban Express (726) ঢাকা টু পোড়াদহ রুটে সর্বমোট ৫ টি স্টেশনে যাত্রা বিরতি করে। 

চিত্র এক্সপ্রেস – Chitra Express (764):

চিত্রা এক্সপ্রেস – Chitra Express (764) ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করে। এটি একটি আধুনিক এবং আরামদায়ক ভ্রমণের জন্য ভালো ট্রেন। এটি বাংলাদেশের দ্রুতগামী ট্রেনের মাঝে একটি। বর্তমানে এই ট্রেনে ঢাকা থেকে পোড়াদহ যাত্রায় সবচেয়ে কম সময় লাগে। Dhaka to Poradah train schedule এর চিত্রা এক্সপ্রেস ঢাকা টু পোড়াদহ সময় লাগে ০৯ ঘন্টা ২৫ মিনিট।

এই ট্রেনে ১২ যাত্রী কোচ , ১টি খাবার কপার্টমেন্ট এবং ৮৮১ টি সিট্ আছে। চিত্রা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সন্ধ্যা ৭.৩০ এবং পোড়াদহ পৌঁছে রাত ১.১৬ আর রবিবার এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন।

চিত্রা এক্সপ্রেস – Chitra Express (764) ঢাকা টু পোড়াদহ রুটে সর্বমোট ১১  টি স্টেশনে যাত্রা বিরতি করে।

যার মাঝে বিমান বন্দর রেলওয়ে স্টেশন , জয়দেবপুর জংশন ,  টাঙ্গাইল রেলওয়ে স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন, শ এম ম আলী রেলওয়ে স্টেশন, জামতৈল রেলওয়ে স্টেশন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, উড়ালব্রিজ , চাটমোহর রেলওয়ে স্টেশন , ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, ভেড়ামারা রেলওয়ে স্টেশন , পোড়া দহ  রেলওয়ে স্টেশন, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ,চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন , কোর্ট চাঁদপুর রেলওয়ে স্টেশন ,মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, যশোর , নোয়াপাড়া রেলওয়ে স্টেশন,দৌলতপুর , রেলওয়ে স্টেশন এবং খুলনা ।

Dhaka to Poradah train route map:

আরো পড়ুন :

Leave a Comment