Dhaka to Bogra Train Schedule 2024 and Ticket Price | ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী

Dhaka to Bogra Train Schedule 2024 and Ticket Price ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী

Dhaka to Bogra Train Schedule | ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে মোট ৩ টি ট্রেন ছেড়ে যায় বগুড়ার উদ্দেশ্যে।

ঢাকা টু বগুড়া ট্রেনের দূরত্ব ৩০৪ কিলোমিটার। Dhaka to Bogra Train Schedule এর ইন্টারসিটি ট্রেন গুলির মধ্যে বগুড়া পৌঁছতে রংপুর এক্সপ্রেসে সর্বমোট সময় লাগে ৬ ঘন্টা ৪৬ মিনিট, লালমনি এক্সপ্রেসে সময় লাগে ৬ ঘন্টা ৪৫ মিনিট।

Dhaka to Bogra Train Schedule | ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী :

Train schedule Dhaka to Bogra আপনি চাইলে টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটতে পারেন অথবা আপনি অনলাইন এ টিকেট কাটতে পারেন।

Dhaka to Bogra Train Schedule English :

  • Lalmoni Express (751) departs from Dhaka at 9:45 pm and arrives at Bogra at 4:30 AM. Lalmoni Express off day on Friday.
  • Rangpur Express (771) departs from Dhaka at 9:10 am and arrives at Bogra at 3:56 am . Rangpur Express off day Monday.
  • Burimari Express (809) departs from Dhaka at 8:30 AM and arrives at Bogra at 3:00 PM. Rangpur Express off day Tuesday.
Train NameOff DayDhakaBogra
Lalmoni Express (751)Friday9:45 pm4:30 AM
Rangpur Express (771)Monday9:10 AM3:56 PM
Burimari Express (809)Tuesday8:30 AM3:00 PM

ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী :

  • লালমনি এক্সপ্রেস (৭৫১) রাত ৯.৪৫ মিনিটে ঢাকা ছাড়ে এবং ভোর ৪.৩০ মিনিটে বগুড়া পৌঁছায়। লালমনি এক্সপ্রেস বন্ধের দিন শুক্রবার।
  • রংপুর এক্সপ্রেস (৭৭১) সকাল ৯.১০ মিনিটে ঢাকা ছেড়ে যায় এবং বিকাল ৩.৫৬ মিনিটে বগুড়া পৌঁছায়। রংপুর এক্সপ্রেস বন্ধের দিন সোমবার।
  • বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) সকাল ৮.৩০ মিনিটে ঢাকা ছেড়ে যায় এবং বিকাল ৩.০০ মিনিটে বগুড়া পৌঁছায়। রংপুর এক্সপ্রেস বন্ধের দিন মঙ্গলবার।
ট্রেনের নামবন্ধের দিনঢাকা বগুড়া
লালমনি এক্সপ্রেস (৭৫১)শুক্রবার রাত ৯.৪৫ভোর ৪.৩০
রংপুর এক্সপ্রেস (৭৭১)সোমবার সকাল ৯.১০বিকাল ৩.৫৬
বুড়িমারী এক্সপ্রেস (৮০৯)মঙ্গলবারসকাল ৮.৩০বিকাল ৩.০০

Dhaka to Bogra Train Ticket Price | ঢাকা থেকে বগুড়া ট্রেনের ভাড়া :

Dhaka to Bogra train ticket price ( ঢাকা টু বগুড়া ট্রেনের ভাড়া ) নির্ভর করে আপনি কোন কম্পার্টমেন্ট এবং কেমন সিটে যাত্রা করবেন। এসি থেকে সুভন সব ধরণের টিকেটের মূল্য দেয়া হলো ;

আসনের ধরণ/ Seat NamePrice / মূল্য
AC_B/এসি_বি1357 Taka / ১৩৫৭ টাকা
AC_S/ এসি_এস909 Taka/ ৯০৯ টাকা
Snigdha/ স্নিগ্ধা759 Taka / ৭৫৯ টাকা
S_Chair/ এস_চেয়ার395 Taka / ৩৯৫ টাকা

Dhaka to Bogra train name | Dhaka to Bogra Train List:

ঢাকা থেকে বগুড়া ৩ টি আন্তনগর ট্রেন ছেড়ে যায়। ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী এবং ট্রেনের নাম নিম্নে দেয়া হলো।

লালমনি এক্সপ্রেস – Lalmoni Express (751):

লালমনি এক্সপ্রেস – Lalmoni Express (751) এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের কোড ৭৫১/৭৫২। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দ্রুতগতির একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি ৭ই মার্চ ২০০৪ সালে প্রথম যাত্রা শুরু করে। এটি দ্রুতগতিসম্পন্ন ও বিলাসবহুল একটি ট্রেন। লালমনি এক্সপ্রেস ট্রেনের বগিসংখ্যা মোট ১২টি।

যাত্রাপথে ট্রেনটি ঢাকা , গাজীপুর , টাঙ্গাইল , সিরাজগঞ্জ, পাবনা , নাটোর , বগুড়া, গাইবান্ধা , রংপুর , লালমনিরহাট, কুড়িগ্রাম  এই ১১ টি জেলাকে যুক্ত করেছে। Dhaka to Bogra train schedule এর লালমনি এক্সপ্রেসে ঢাকা টু বগুড়া সময় লাগে ৬ ঘন্টা ৪৫ মিনিট ।

এই ট্রেনে কম্পার্টমেন্ট আছে ১২ টি যার মাঝে ১টি খাবার কপার্টমেন্ট আরো আছে নামাজের স্থান এবং রুগীদের প্রাথমিক চিকিৎসার স্থান। লালমনি এক্সপ্রেস (৭৫৭) রাত ৯.৪৫ মিনিটে  ঢাকা ছেড়ে যায় এবং ভোর ৪.৩০ মিনিটে বগুড়া পৌঁছায়। আর লালমনি এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

লালমনি এক্সপ্রেস – Lalmoni Express (751) ঢাকা টু পঞ্চগড় রুটে বগুড়া পর্যন্ত সর্বমোট ১০ টি স্টেশনে যাত্রা বিরতি করে। একজন শীতাতপ শ্রেণীর যাত্রী সর্বমোট ৫৬ কেজি, প্রথম শ্রেণীর যাত্রী সর্বমোট ৩৭.৫ কেজি, শোভন শ্রেণীর যাত্রী সর্বমোট ২৮ কেজি এবং সুলভ ২য় শ্রেণীর যাত্রী সর্বমোট ২৩ কেজি মালামাল বিনা ভাড়ায় সঙ্গে নিয়ে যাতায়ত করতে পারবেন।

রংপুর এক্সপ্রেস – Rangpur Express  (771):

রংপুর এক্সপ্রেস – Rangpur Express  (771) এবং রংপুর এক্সপ্রেস ট্রেনের কোড ৭৭১−৭৭২ । বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দ্রুতগতির একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ঢাকা – লালমনিরহাট রুটে রংপুর এক্সপ্রেস উদ্বোধন হয় ২১শে আগস্ট ২০১১ খ্রিষ্টাব্দে। এটি দ্রুতগতিসম্পন্ন ও বিলাসবহুল একটি ট্রেন। রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিসংখ্যা মোট ১২টি।

ট্রেনটিতে তৈরী করা হয়েছে জার্মানির তৈরি উচ্চগতির বগি দিয়ে । এতে রয়েছে আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম এবং আছে ডিজিটাল ডিসপ্লে। এবং বিপদ থেকে মুক্ত থাকার জন্য নিরাপদ স্লাইডিং ডাের। আরো রয়েছে আধুনিক ও মানসম্মত চেয়ার ও বার্থ এবং ট্রেনটির ভিতরে রিয়েছে টিভি, ওয়ার ফাই এবং মােবাইল চার্জের ব্যবস্থা। রয়েছে আধুনিক ডাইনিং সুবিধা সহ খাবার গাড়ী এবং অজুখানা সহ নামাজ ঘর। আরো রয়েছে প্রতিবন্দি যাত্রীদের জন্যে হুইল চেয়ারে প্রবেশদ্বারের সংস্থান এবং অত্তাধুনিক বায়াে-টয়লেট যা পরিবেশ বান্ধব।

যাত্রাপথে ট্রেনটি ঢাকা , গাজীপুর , টাঙ্গাইল , সিরাজগঞ্জ, পাবনা , নাটোর , বগুড়া, গাইবান্ধা , রংপুর , লালমনিরহাট  এই ১০ টি জেলাকে যুক্ত করেছে। রংপুর এক্সপ্রেসে ঢাকা টু বগুড়া সময় লাগে ৬ ঘন্টা ৪৬ মিনিট।

এই ট্রেনে কম্পার্টমেন্ট আছে ১২ টি যার মাঝে ১টি খাবার কপার্টমেন্ট আরো আছে নামাজের স্থান এবং রুগীদের প্রাথমিক চিকিৎসার স্থান। । রংপুর এক্সপ্রেস (৭৭১) রাত ৯.৪৫ মিনিটে ঢাকা ছাড়ে এবং ভোর ৪.৩০ মিনিটে বগুড়া পৌঁছায়। আর রংপুর এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

রংপুর এক্সপ্রেস – Rangpur Express  (771) ঢাকা টু পঞ্চগড় রুটে বগুড়া পর্যন্ত সর্বমোট ২ টি স্টেশনে যাত্রা বিরতি করে। একজন শীতাতপ শ্রেণীর যাত্রী সর্বমোট ৫৬ কেজি, প্রথম শ্রেণীর যাত্রী সর্বমোট ৩৭.৫ কেজি, শোভন শ্রেণীর যাত্রী সর্বমোট ২৮ কেজি এবং সুলভ ২য় শ্রেণীর যাত্রী সর্বমোট ২৩ কেজি মালামাল বিনা ভাড়ায় সঙ্গে নিয়ে যাতায়ত করতে পারবেন।

Dhaka to Bogra Train Route:

ঢাকা >> জয়দেবপুর >>টাঙ্গাইল>> সিরাজগঞ্জ >>ঈশ্বরদী >>নাটোর>> সান্তাহার >>বগুড়া

আরো পড়ুন :

2 thoughts on “Dhaka to Bogra Train Schedule 2024 and Ticket Price | ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী”

Leave a Comment