Dhaka to Benapole Train Schedule 2024 And Ticket Price | ঢাকা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী

Dhaka to Benapole Train Schedule

Dhaka to Benapole Train Schedule | ঢাকা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে মোট ১ টি ট্রেন ছেড়ে যায় বেনাপোলের উদ্দেশ্যে।

ঢাকা টু বেনাপোল ট্রেনের দূরত্ব ৫১৫ কিলোমিটার। Dhaka to Benapole Train Schedule এর ইন্টারসিটি ট্রেন দিয়ে বেনাপোল পৌঁছতে বেনাপোল এক্সপ্রেসে সর্বমোট সময় লাগে ৭ ঘন্টা ৩৫ মিনিট।

Dhaka to Benapole Train Schedule | ঢাকা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী :

Train schedule Dhaka to Benapole আপনি চাইলে টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটতে পারেন অথবা আপনি অনলাইন এ টিকেট কাটতে পারেন। অনলাইনে টিকেট কাটলে আপনাকে ২০ টাকা এক্সট্রা চার্জ বহন করতে হবে। Dhaka to Benapole Train Schedule নিম্নে দেয়া হলো। ইংরেজিতে দেখতে চাইলে নিচের টেবিল ফলো করুন।

Dhaka to Benapole Train Schedule English :

This route has 1 intercity train 

  • Benapole Express (796) , Its departure Dhaka at Night at 11:45 pm and reaches Benapole Railway Station at Morning 8. 20 Am and Benapole Express off Day on Wednesday. Below is the 
Train NameOff DayDepartureArrival
Benapole Express(796)Wed.Day11:45 pm7:20 am

ঢাকা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী :

এই রুটে ১ টি আন্তনগর ট্রেন চলাচল করে। 

  • বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় রাত ১১.৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছে সকাল ৭.২০ মিনিটে আর বেনাপোল এক্সপ্রেস অফ ডে বুধবার।
ট্রেনের নামবন্ধের দিনছাড়বেপৌঁছবে
বেনাপোল এক্সপ্রেস (৭৯৬)বুধবাররাত ১১.৪৫সকাল ৭.২০

Dhaka to Benapole Train Ticket Price | বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা:

Dhaka to Benapole train ticket price ( ঢাকা টু বেনাপোল ট্রেনের ভাড়া ) নির্ভর করে আপনি কোন কম্পার্টমেন্ট এবং কেমন সিটে যাত্রা করবেন। এসি থেকে সুভন সব ধরণের টিকেটের মূল্য দেয়া হলো ; বেনাপোল এক্সপ্রেস টিকিট পাবেন বাংলাদেশ রেলওয়ের ই টিকেট ওয়েবসাইটে।

আসনের ধরণ/ Seat NamePrice / মূল্য
AC_B/এসি_বি1656 Taka / ১৬৫৬ টাকা
AC_S /এস1104 Taka / ১১০৪ টাকা
Snigdha/স্নিকধা 920 Taka / ৯২০ টাকা
S_Chair/ এস_চেয়ার480 Taka / ৪৮৫ টাকা

Dhaka to Benapole Train Name | Dhaka to Benapole Train List:

ঢাকা থেকে বেনাপোল ১ টি আন্তনগর ট্রেন ছেড়ে যায়। ঢাকা টু বেনাপোল ট্রেনের সময়সূচী এবং ট্রেনের নাম নিম্নে দেয়া হলো। বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় রাত ১১.৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছে সকাল ৭.২০ মিনিট । আর বেনাপোল এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ বুধবার।

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(796) :

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(796) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দ্রুতগতির একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি লাল-সবুজ রঙের ইন্দোনেশীয় এয়ার ব্রেকের। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি উদ্বোধন করা হয় ২০১৯ সালের ১৭ই জুলাই। এবং পরের দিন থেকেই বাংলাদেশ রেলওয়ে সেবায় যুক্ত করা হয়।

ট্রেনটি যাত্রাপথে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ , পাবনা, চুয়াডাঙা ,ঝিনাইদহ , কুষ্টিয়া এবং যশোর এই ৯টি জেলাকে সংযুক্ত করেছে। ট্রেনটির সর্বমোট আসন সংখ্যা ৮৭১ টি। Dhaka to Benapole train schedule এর বেনাপোল এক্সপ্রেসে ঢাকা টু বেনাপোল সময় লাগে ৭ ঘন্টা ৩৫ মিনিট।

এই ট্রেনে কম্পার্টমেন্ট আছে ১৪ টি যার মাঝে ১টি খাবার কপার্টমেন্ট। 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী | 

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(৭৯৬) ঢাকা ছেড়ে যায় রাত ১১.৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছে সকাল ৭.২০ মিনিটে আর বেনাপোল এক্সপ্রেসে সাপ্তাহিক বন্ধ বুধবার।

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(৭৯৭) বেনাপোল ছেড়ে যায় দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছে রাত ১.৪৫  মিনিটে আর বেনাপোল এক্সপ্রেসে সাপ্তাহিক বন্ধ বুধবার।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস:

ঢাকা থেকে বেনাপোল আসন সংখ্যা ৮৭১  টি এবং বেনাপোল থেকে ঢাকা আসন সংখ্যা ৮৯৫ টি। এই ট্রেনের কম্পার্টমেন্ট গুলি হচ্ছে  শোভন চেয়ার ৭টি, এসি চেয়ার ১টি, এসি কেবিন ১টি, পাওয়ার কার ১টি, গার্ড ব্রেক ২ টি।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ | Benapole Express Stoppage | বেনাপোল এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে :

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express (796) ঢাকা টু বেনাপোল রুটে বেনাপোল পর্যন্ত সর্বমোট ১০ টি স্টেশনে যাত্রা বিরতি করে। 

স্টেশনঢাকা টু বেনাপোলবেনাপোল টু ঢাকা 
ঢাকারাত ১১:৪৫ মিঃসন্ধ্যা ০৮:৪৫ মিঃ
ভাঙ্গারাত ১২:৫২ মিঃসন্ধ্যা ০৭:১৫ মিঃ
ফরিদপুররাত ১:৩৫ মিঃসন্ধ্যা ০৬:৪২ মিঃ
রাজবাড়িরাত ২:১০ মিঃসন্ধ্যা ০৬:০০ মিঃ
খোকসারাত ২:৫৮ মিঃদুপুর ০৫:২১ মিঃ
কুষ্টিয়া কোর্টসকাল ০৩:২২ মিঃদুপুর ০৪:৫৬ মিঃ
পোরাদহসকাল ০৩:৪৫ মিঃদুপুর ০৪:৪০ মিঃ
চুয়াডাঙ্গাসকাল ০৪:১৯ মিঃদুপুর ০৩:৫৬ মিঃ
দরশনা হল্টসকাল ০৪:৪৪ মিঃদুপুর ০৩:৩৪ মিঃ
কোটচান্দপুরসকাল ০৫:১২ মিঃদুপুর ০৩:০৮ মিঃ
মুবারকগঞ্জসকাল ০৫:২৬ মিঃদুপুর ০২:৫৫ মিঃ
যশোরসকাল ০৬:০০ মিঃদুপুর ০১:৫৫ মিঃ
ঝিকরগাছাসকাল ০৬:৩৯ মিঃদুপুর ০১:৩০ মিঃ
বেনাপোলসকাল ০৭:২০ মিঃদুপুর ০১:০০ মিঃ

একজন শীতাতপ শ্রেণীর যাত্রী সর্বমোট ৫৬ কেজি, প্রথম শ্রেণীর যাত্রী সর্বমোট ৩৭.৫ কেজি, শোভন শ্রেণীর যাত্রী সর্বমোট ২৮ কেজি এবং সুলভ ২য় শ্রেণীর যাত্রী সর্বমোট ২৩ কেজি মালামাল বিনা ভাড়ায় সঙ্গে নিয়ে যাতায়ত করতে পারবেন।

Benapole Express Train Route Map | বেনাপোল এক্সপ্রেস ট্রেন রুট | Benapole Express new route:

আরো পড়ুন :

FAQ:

Q. বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কেবিন ভাড়া কত?

Answer:  বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কেবিন ভাড়া ১৬৫৬ টাকা।

Q. বেনাপোল এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ কবে ?

Answer : বেনাপোল এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ বুধবার।

Q. বেনাপোল এক্সপ্রেস অনলাইন টিকেট বুকিং কিভাবে করবো ?

Answer: বেনাপোল এক্সপ্রেস অনলাইন টিকেট বুকিং করতে হলে আপনাকে প্রথেমে বাংলাদেশ রেলওয়ে ই টিকেট বুকিং ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। টিকেট কাটার জন্যে আপনাকে মোবাইল নম্বর এবং ইমেইল দিয়ে একাউন্ট খুলতে হবে । আপনি আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী একাউন্ট সেটিং করুন।

Q. Is benapole Express off?

Answer : No, Benapole express still now travels Dhaka to Benapole and Benapole to Dhaka weekly 6 Days. And Benapole express off Day Wednesday.

Q. Q. Is Benapole Express running?

Answer: Yes, Benapole Express runs weekly for 6 days, and It’s off Day Wednesday .

Q. বেনাপোল এক্সপ্রেস কবে চালু হবে ?

Answer: বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(৭৯৬) ঢাকা ছেড়ে যায় রাত ১১.৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছে সকাল ৭.২০ মিনিটে আর বেনাপোল এক্সপ্রেসে সাপ্তাহিক বন্ধ বুধবার।

বেনাপোল এক্সপ্রেস – Benapole Express(৭৯৭) বেনাপোল ছেড়ে যায় দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছে রাত ১.৪৫  মিনিটে আর বেনাপোল এক্সপ্রেসে সাপ্তাহিক বন্ধ বুধবার।

2 thoughts on “Dhaka to Benapole Train Schedule 2024 And Ticket Price | ঢাকা থেকে বেনাপোল ট্রেনের সময়সূচী”

Leave a Comment