Rajshahi to Dhalarchar Train Schedule রাজশাহী থেকে ঢালারচর ট্রেনের সময়সূচী অনুযায়ী রাজশাহী থেকে ১ টি ট্রেন ছেড়ে যায় ঢালারচরের উদ্দেশ্যে।
রাজশাহী টু ঢালারচর রেল পথে দূরত্ব ১৬৭ কিলোমিটার। Rajshahi To Dhalarchar Train Schedule এর আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস সময় লাগে ৩ ঘন্টা ৪৫ মিনিট।
Table of Contents ( সূচীপত্র ):
ToggleRajshahi to Dhalarchar Train Schedule | রাজশাহী টু ঢালারচর ট্রেনের সময়সূচী :
Train schedule Rajshahi To Dhalarchar আপনি চাইলে টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটতে পারেন। তবে মেইল ট্রেনের টিকেট অনলাইনে পাওয়া যায় না। শুধু মাত্র আন্তঃ নগর ঢালারচর এক্সপ্রেসের টিকেট শুধু অনলাইনে পাবেন। ইংরেজিতে দেখতে চাইলে নিচের টেবিল ফলো করুন।
Rajshahi To Dhalarchar Train Schedule English :
A total of 1 Intercity train run daily from Rajshahi to Dhalarchar except for Tuesday. Dhalarchar Express leaves Rajshahi in the afternoon at 5.00 PM and reaches Dhalarchar station at the night at 8:45 PM. Dhalarchar Express off on Tuesday.
Train Name | Off Day | Departure | Arrival |
Dhalarchar Express (780) | Tuesday | 5.00 PM | 08:45 PM |
রাজশাহী টু ঢালারচর ট্রেনের সময়সূচী | ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি :
রাজশাহী থেকে ঢালারচর পর্যন্ত প্রতিদিন মোট ১ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ঢালারচর এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে যায় বিকাল ৫টায় এবং ঢালারচর স্টেশনে পৌঁছায় রাত রাত ৮.৪৫ মিনিটে। ঢালারচর এক্সপ্রেস বন্ধের দিন মঙ্গলবার।
ট্রেনের নাম | বন্ধের দিন | ছাড়ে | পৌঁছে |
ঢালারচর এক্সপ্রেস (৭৮০) | মঙ্গলবার | বিকাল ৫টায় | রাত ৮.৪৫ |
Rajshahi To Dhalarchar Train Ticket Price | রাজশাহী টু ঢালারচর ট্রেন ভাড়া ২০২৩
Rajshahi To Dhalarchar train ticket price ( রাজশাহী টু ঢালারচর ট্রেনের ভাড়া ) নির্ভর করে আপনি কোন কম্পার্টমেন্ট এবং কেমন সিটে যাত্রা করবেন। এসি থেকে সুভন সব ধরণের টিকেটের মূল্য দেয়া হলো।
আসনের ধরণ/ Seat Name | Price / মূল্য |
Suvon Chairশুভন চেয়ার | 155 Taka / ১৫৫ টাকা |
SUVON (শোভন ) | 130 Taka / ১৩০ টাকা |
Rajshahi To Dhalarchar Train Name | Rajshahi To Dhalarchar Train List:
রাজশাহী টু ঢালারচর ১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। রাজশাহী টু ঢালারচর ট্রেনের সময়সূচী এবং ট্রেনের নাম নিম্নে দেয়া হলো।
ঢালারচর এক্সপ্রেস | Dhalarchar Express (780) | ঢালারচর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী:
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দ্রুতগতির একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি হলুদ-সবুজ রঙের ইন্দোনেশীয় এয়ার ব্রেকের । এটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি উদ্বোধন করা হয় ২০১৮ সালের ১৫ই জুলাই। পরে ২৬ জানুয়ারি ২০২০ এই ট্রেন ঢালারচর রেলওয়ে স্টেশন পর্যন্ত নেওয়া হয় ঢালারচর এক্সপ্রেস নাম দিয়ে। পূর্বের এই ট্রেনের নাম ছিল পাবনা এক্সপ্রেস রাজশাহী থেকে পাবনা পর্যন্ত চলাচল করতো।
ট্রেনটি যাত্রাপথে রাজশাহী, পাবনা এই ২ টি জেলাকে সংযুক্ত করেছে। Rajshahi To Dhalarchar Train Schedule এর ঢালারচর এক্সপ্রেস রাজশাহী টু ঢালারচর রেলওয়ে স্টেশন পৌঁছতে সময় লাগে ৩ ঘন্টা ৪৫ মিনিট ।
এই ট্রেনে কম্পার্টমেন্ট আছে ৬ টি যার মাঝে ১টি খাবার কপার্টমেন্ট। ঢালারচর এক্সপ্রেস রাজশাহী ছেড়ে যায় বিকাল বিকাল ৫টায় এবং ঢালারচর পৌঁছে রাত ৮.৪৫ মিনিটে। আর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সোমবার। অপরদিকে ট্রেনটি ঢালারচর ছেড়ে যায় সকাল ৭.০০ টায় এবং রাজশাহী পৌঁছে সকাল ১০.২৫ মিনিটে।
রাজশাহী থেকে ঢালারচর পর্যন্ত প্রতিদিন মোট ১ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ঢালারচর এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে যায় বিকাল ৫টায় এবং ঢালারচর স্টেশনে পৌঁছায় রাত ৮.৪৫ মিনিটে। ঢালারচর এক্সপ্রেস বন্ধের দিন মঙ্গলবার।
রাজশাহী ছাড়ে | বিকাল ৫.০০ | ঢালারচর পৌঁছে | রাত ৮.৪৫ |
ঢালারচর ছাড়ে | সকাল ৭.০০ | রাজশাহী পৌঁছে | সকাল ১০.২৫ |
ঢালারচর এক্সপ্রেস | Dhalarchar Express (780) রাজশাহী টু ঢালারচর রেলওয়ে স্টেশন রুটে ১৫ টি স্টেশনে যাত্রা বিরতি করে। একজন শীতাতপ শ্রেণীর যাত্রী সর্বমোট ৫৬ কেজি, প্রথম শ্রেণীর যাত্রী সর্বমোট ৩৭.৫ কেজি, শোভন শ্রেণীর যাত্রী সর্বমোট ২৮ কেজি এবং সুলভ ২য় শ্রেণীর যাত্রী সর্বমোট ২৩ কেজি মালামাল বিনা ভাড়ায় সঙ্গে নিয়ে যাতায়ত করতে পারবেন।
1 thought on “Rajshahi to Dhalarchar Train Schedule 2024 And Ticket Price | রাজশাহী থেকে ঢালারচর ট্রেনের সময়সূচী”
rajshahi to rajapur